টুইটার খুদে বøগ লেখার জন্য অত্যান্ত জনপ্রিয় একটি সাইট। বিপুল সংখ্যার ব্যাবহারকারীদের কাছে নির্ভরযোগ্য এবং সত্য তথ্য প্রবাহ নিশ্চিত করতে কমিউনিটি নোটস সেবা চালু করেছে টুইটার। প্রাথমিক ভাবে সুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই এই কমিউনিটি নোটস সুবিধা পাওয়া গেলেও খুব দ্রæতই বিভিন্য দেশে কমিউনিটি নোটস সেবা চালু করতে যাচ্ছে মাইক্র বøগিং সাইট টুইটার। এ সেবার অধিনে টুইটার ব্যাবহারকারীগণ টুইটারে প্রকাশিত ভুয়া তথ্য বা সংবাদের বিরুদ্ধে অভিযোগ প্রেরণ করতে পারবে। ব্যাবহারকারীদের প্রেরিত অভিযোগ টুইটার কর্তিপক্ষ যাচাই করে দেখবে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে টুইটার উক্ত তথ্য কিংবা সংবাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে। কোন ব্যাবহারকারীর অভিযোগ রে সত্যতা পাওয়া গেলে সেই টুইটার ব্যাবহারকারী নির্দিষ্ট সংক্যক পয়েন্ট পাবেন।
বর্তমানে টুইটারে ভুয়া এবং নিতিবাচক তথ্য ও সংবাদ প্রবাহ আশংখা জনক ভাবে বেড়ে গেছে সে সমস্যা থেকে টুইটারকে মুক্ত করতে এ ধরণের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। টুইটারে প্রকাশিত যে কোন তথ্য কিংবা সংবাদ। বিশেষ করে সেলিব্রেটিদের হালনাদানকৃত তথ্য পেতে মানুষ টুইটারের প্রতি আস্থা করাখেন। কিন্তু টুইটার কর্তিপক্ষের বেশ কিছ‚ বিতর্কিত পদক্ষেপের কারণে টুইটারে আশংখা জনক ভাবে ভুয়া তথ্যের প্রবাহ বেরে চলেছে। এতে করে টুইটারের প্রতি ব্যাবহারকারীগণ আস্থা হারাচ্ছেন।